Image description

চট্টগ্রামে এক শ্রমিক দল নেতাকে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মীর আরমান হোসাইন। তিনি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। এ সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি পাশ থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।