Image description

চাঁদপুরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুরে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে এই বিষয়ে জেনেছি। অভিযুক্ত পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শিশুটির মা জানান, ঈদের ছুটিতে দাদু বাড়ি বেড়াতে যায় শিশুটি। মঙ্গলবার বিকেলে পাশের দোকানদার আমির হোসেন (৫৫) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি দোকানদারের হাতে কামড় দিয়ে ছুটে এসে পরিবারকে বিস্তারিত জানায়। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

শিশুর মা বলেন, প্রথমে শিশুটিকে অসুস্থ অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। 

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, ‘শিশুটির স্পর্শকাতর স্থানে কিছুটা আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’