Image description

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাকিস্তানি এক পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

নিহত ওই পাকিস্তানি পাইলট ২৬ বছর বয়সী ফ্রিয়াঞ্জা পারভীন। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলে ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ। তার বয়সও ২৬ বছর।

বিধ্বস্ত বিমানটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। পর্যটকদের জন্য ব্যবহার করা এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আমিরাতের দূতাবাস জানিয়েছে, নিহত ওই পাইলটের মৃতদেহ সোমবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানে পাঠানো হয়েছে। 

খালিজ টাইমসকে সুলাইমানের বাবা বলেন, বিমানটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে কভ রোটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। ঘুরে ঘুরে আবর আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল।

মানবকণ্ঠ/আরএইচটি