Image description

করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। এই ভাইরাসের সংক্রমণ শীতের স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে চীনা কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে বলেন, শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি হয়।

নাগরিক ও পর্যটকদের আশ্বস্ত করে মাও বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, সরকার চীনের নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল। এখন চীনে ভ্রমণ করা নিরাপদ।’

হাসপাতালে রোগী বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘রোগগুলো আগের বছরের চেয়ে কম গুরুতর এবং সংক্রমণও সে তুলনায় কম।’ 

এসময় নাগরিক ও পর্যটকদের চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান মাও। 

গত কয়েকদিন ধরে চীনজুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটেছে, যা মানুষকে করোনাভাইরাস মহামারির কথা মনে করিয়ে দিচ্ছে।  ইন্দোনেশিয়া, ভারত এবং জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমও এ নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে সতর্ক করেছে।