ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে হামলা চালায় রাশিয়া। টার্গেট করা হয় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ফেলা হয়। বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় বহুতল একটি ভবনে। পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও।
আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধে বহুবার হামলার টার্গেট হয়েছে জাপোরিঝিয়া। অঞ্চলটির একটি অংশের নিয়ন্ত্রণও নিয়েছে রাশিয়া।
মানবকণ্ঠ/আরআই
Comments