Image description

ইরানের রাজধানী তেহরানে  সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়েছেন।  শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে এক বন্দুকধারী গুলি চালিয়ে তাদের হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের একটি বিবৃতি অনুসারে, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত।

নিহত দুই বিচারপতি হলেন, হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছিলেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহত দুই বিচারপতি সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় জড়িত ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ।’ তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

মানবকণ্ঠ/এসআর