Image description

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  মঙ্গলবার বিকেলে চীন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চায় বেইজিং। 

ইয়াও ওয়েন আরও জানান, সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে, সংস্কার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুতই বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।  

চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাণিজ্য-ঋণ সহায়তা, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা, স্বাস্থ্য সেবা, সামরিক সহযোগিতাসহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না বেইজিং।

ইয়াও ওয়েন বলেন, ‘সংস্কারের পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সেটাই আমাদের আশা। বন্ধু দেশ হিসেবে চীন সবসময়ই বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও উন্নয়ন কামনা করে।’

রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু এটি সরকারি কোনো চুক্তি নয়। 

ইয়াও ওয়েন বলেন, ‘তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রস্তুত। তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এ প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশই উপকৃত হবে। তিস্তা প্রকল্পে বিপুল অর্থায়নের প্রয়োজন। তাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম। ঢাকা-বেইজিংকে সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তি করতে হবে। আমরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছি।’