Image description

বাইডেন প্রশাসনের সময় হিউম্যানিটেরিয়ান প্যারোল প্রকল্পের আওতায়  বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ইউক্রেনীয়কে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে দিতে বলা হয়েছে। চলতি সপ্তাহে তাদের কাছে একটি ই-মেইল পাঠানো হয়, যাতে এই নির্দেশ দেয়া হয়। তবে ই-মেইলটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) একজন মুখপাত্র।  শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ই-মেইলে বলা হয়, তাদের মর্যাদা বাতিল করা হয়েছে এবং দেশ ছেড়ে যেতে তাদের সাত দিন সময় দেয়া হলো। তারা যদি দেশ না ছাড়ে তাহলে ফেডারেল সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।  

শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) একজন মুখপাত্র বলেছেন যে, ই-মেইলটি ভুল করে পাঠানো হয়েছে এবং ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর তৈরি ইউক্রেনীয় প্যারোল প্রোগ্রামটি এখনও বাতিল করা হয়নি। তবে কতজন ইউক্রেনীয় ই-মেইলটি পেয়েছেন তা স্পষ্ট নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসে রয়টার্স জানায় যে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সাথে সংঘর্ষের কারণে পালিয়ে আসা প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করার পরিকল্পনা করছে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে এই ইউক্রেনীয়দের স্বাগত জানানো হয়েছিল। নতুন করে ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়ার ঘোষণা দিল।
 
এদিকে বৃহস্পতিবার পাঠানো ই-মেইল বার্তায় লেখা ছিল, ‘আপনি যদি অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ না করেন তবে আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। যার ফলে আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।’
 
তবে শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি ফলো-আপ নোট পাঠিয়েছে। যেখানে তাদের জানানো হয়েছে যে আদেশটি ভুল ছিল এবং আপনার প্যারোলের শর্তাবলী যা মূলত জারি করা হয়েছিল তা এই মুহূর্তে অপরিবর্তিত রয়েছে।’