তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি
বারাসাত ব্যারিকেড এক্টিভেটেড, যানচলাচল বন্ধ
সরকারের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় পূর্ব ঘোষিত 'বারাসাত ব্যারিকেট টু নর্থ সিটি কর্মসূচি' পালনের সিদ্ধান্ত নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে তারা। ফলে বন্ধ রয়েছে রাস্তার দুই পাশের যানচলাচল।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্যের’ পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে এই কর্মসূচি লাগাতার চলবে। সড়ক ও রেলপথ এর আওতায় থাকবে। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যারিকেড কার্যক্রম শিথিল থাকবে।
এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments