Image description

কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। নিশ্চিত করেছে সেমিফাইনাল। কিন্তু কোয়ার্টার ফাইনালে সেরা ছন্দে ছিলেন না লিওনেল মেসিরা। ইকুয়েডর বাধা টপকাতে টাইব্রেকার পর্যন্ত ছুটতে হয়েছে তাদের। ভাগ্যের লড়াইয়ের জয় এসেছে ৪-২ ব্যবধানে। মেসিদের এমন জয় উপভোগ করেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনে আর্জেন্টিনা-ইকুয়েডরের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্রয় হয়। লা আলবিসেলেস্তেরা লিসান্দ্রো মার্টিনেজের গোলে ৩৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল। জয়ের প্রহর গুনছিল ৯০ মিনিটের পর। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে কেভিন রদ্রিগেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

অতিরিক্ত সময়ে গড়ানোর খেলায় ১২০ মিনিট পরও স্কোরলাইন ছিল ১-১। এরপর টাইব্রেকারে শট নিতে এসে ভক্তদের আশাহত করেন লিওনেল মেসি। তাই এমন ম্যাচ দেখে মোটেও খুশি নন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমি মনে করি এমন জয় উপভোগ্য নয়। অবশ্যই আমরা খুশি কিন্তু আমি এই জয় উপভোগ করিনি।’

মানবকণ্ঠ/আরএইচটি