Image description

১৭ বছর পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ঘরের মাঠে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন বিরাট কোহলি। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এতদিন শিখর ধাওয়ানের। ১০৫৭ রান করেছিলেন সাবেক এই ওপেনার। এবার তাকে টপকে গেলেন কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে তিনি ৩৪ ম্যাচে ১০৬৮ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

গতকাল শুক্রবার ১০ বল খেলার পরই চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গড়েন কোহলি। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে উপস্থিত বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।