Image description

ডিসি হওয়া নিয়ে সচিবালয়ে ক্ষমতালোভী আমলাদের মারামারিই বলে দেয় যে, এই পদটা কতটা লোভনীয় হয়ে ওঠেছে। ডিসি হয়ে এরা যে প্রটোকল নেয়, যেভাবে একটা জেলার লর্ড বনে যায়, যে ক্ষমতার চর্চা করে, যে বিলাসবহুল জীবন যাপন করে ও আর্থিক অনিয়ম করে তা একটি গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হতে পারে না। প্রশাসন ক্যাডারে যোগ দিয়েই এরা হয়ে যায় সবজান্তা, হয়ে ওঠে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, বিজ্ঞানীসহ সকল প্রফেশনাল ক্যাডারদের বস। এটা নির্ঘাত মূর্খতা। এসব এখনই বন্ধ করতে হবে।

আরেকটি কথা, ডেপুটি কমিশনার বা ডিসি'র বাংলা কিভাবে 'জেলা প্রশাসক' হয়? এই প্রশাসক শব্দটিই এদেরকে ফ্যাসিবাদী করে তুলে। তখন জনগণের সেবক না হয়ে, এরা হয়ে ওঠে জনগণের 'স্যার'!

শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় স্টেইকহোল্ডার ছিল আমলাদের একটি বড় অংশ। অথচ তারা এখনো বহাল তবিয়তে আছে। এরাই 'মেগা প্রজেক্ট, মেগা করাপশন' এর প্রেতাত্মা। চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এদের একটা বড় অংশ শেখ হাসিনা রেজিমে স্থায়ী হয়ে গিয়েছিল। অথচ মেধাবীরা বঞ্চিত হয়েছে। এদেরকে খোঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা ধ্বংস করেছে এই মেধাশূন্য আমলারা। পিএসসির মতো কিছু প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের তাড়িয়ে অবসরপ্রাপ্ত আমলারা দখল করে প্রশ্ন ফাঁস করাকে স্বাভাবিক করে ফেলেছে।
 
এই আমলাদের কারণেই কলেজের শিক্ষকরা যুগ যুগ ধরে পদ বঞ্চিত থেকেছে। যার ফলে কলেজের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙ্গে পড়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে? 
কৃষি মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন কৃষি ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে? 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব একজন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা না হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কেন হবে? ড. ইউনুসের সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই প্রশ্নগুলোর সুরাহা করবেন বলেই আমার প্রত্যাশা।

প্রত্যেকটি মন্ত্রণালয়ের সচিব/অতিরিক্ত সচিব হবে স্ব স্ব মন্ত্রণালয়ের প্রফেশনাল ক্যাডারগণ। একইসাথে আন্তঃক্যাডার পদোন্নতি বৈষম্যসহ সকল সুযোগ সুবিধাগত বৈষম্য দূর করে একটি মেধাভিত্তিক, পেশাদার ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার এখনই সময়। অন্যথায় চব্বিশের গণ-অভ্যূত্থান সফল হবে না।

লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।