Image description

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোরছালীন বাবলা। রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১ জানুয়ারি ২০২৫ থেকে এ দায়িত্ব পালন করছেন।

প্রতিদিনের বাংলাদেশের প্রতিষ্ঠাকাল থেকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মোরছালীন বাবলা।

নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোরছালীন বাবলা দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া নয়াদিগন্ত, মানবজমিন এবং জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

মানবকণ্ঠ/ এসআরএস