Image description

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের প্রেসক্লাব ভবনের সিনেমন রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিন পালন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের  আহ্বায়ক নীরব রায়হান।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আহসান সাদিক শাওন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম, কার্গিল খান সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও রাজনীতিবিদ।

অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাই। সাংবাদিকরা এই সমাজের দর্পণ। আপনারা সঠিক ও সুষ্ঠু সংবাদ প্রকাশ করলে এ দেশে কোনো স্বৈরাচার ঠাঁই পাবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, নারায়ণগঞ্জের এক গডফাদারের চারজন খলিফা ছিল। তাদের মধ্যে তিন খলিফার নির্মম পরিণতি হয়েছে। অপর এক খলিফা বিপি বাদল এখনো জীবিত রয়েছে। এই খলিফার বিচার হওয়া উচিত।