Image description

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছেন মার্কিন এই কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে জন কিরবি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে একজন সাংবাদিক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র জুড়ে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান গ্রুপ প্রতিবাদ মিছিল করছে। এই সপ্তাহের শেষ দিকে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দিরে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্রেসিডেন্ট (জো বাইডেন) কি এ বিষয়টি জানেন? জাতিসংঘে তার বন্ধু এবং দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সময় তিনি কি এই প্রসঙ্গটি তুলে ধরেছিলেন?

জবাবে জন কিরবি বলেন, আমরা এটি খুব, খুব, খুব ঘনিষ্ঠভাবে দেখছি এবং প্রেসিডেন্টও ঘনিষ্ঠভাবে ঘটনাগুলোর দিকে নজর রাখছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

জন কিরবি আরও বলেন, আমরা সব বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময়ও এ বিষয়ে খুব পরিষ্কার ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে সব বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা এই কাজে তাদের সহযোগিতা করতে চাই।

মানবকণ্ঠ/আরএইচটি