Image description

অর্থ পাচারকারীরা শয়তানের মতো, এদের ধরা বড় মুশকিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাচারকারীরা শয়তানের মতো উল্লেখ করে আলী আকবার আজিজী বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা জেনে শুনে চুপ থাকব না, পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারীরা শয়তানের মতো। শয়তান শিরায় ও উপশিরায় যায়। শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের কর্মকাণ্ড মানুষ ভোগে।

তিনি বলেন, যারা দেশের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা নিয়ে রেমিট্যান্স হিসেবে পাঠায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে অবশ্যই তা দুদকের আওতার মধ্যে আসতে হবে। দুদকের নজরদারি আরও জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন জেলা থেকে দক্ষ অফিসারদের হেড কোয়ার্টারে নিয়ে আসছি, যাদের কাজের স্লো গতি দেখেছি তাদের মফস্বল এ পাঠাচ্ছি। দুদকের এই প্রক্রিয়াটা চলমান থাকব দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই ছাড় দিচ্ছি না।

তিনি আরও বলেন, দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই কাউকে ছাড় দিচ্ছি না। দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও।

দুদক কমিশনার আরও বলেন, আগে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাচ্ছি, এতে যদি সম্ভব না হয় আমরা তাহলে তারাও (দুদক কর্মকর্তারা) বিচারের সম্মুখীন হবে।