Image description

দেশে বর্তমানে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রত্যেকের পদমর্যাদা বা ‘স্ট্যাটাস’ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তাঁর নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন, সেটি দিতে আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস থাকে, সে অনুযায়ীই নিরাপত্তা দেওয়া হবে।

তবে আজকের কোর কমিটির বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি বলে জানান উপদেষ্টা।

উল্লেখ্য, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর এই আলোচনা আরও বাড়ে। সম্প্রতি তারেক রহমান ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, দেশে ফেরার বিষয়টি তাঁর একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। এরপরই মূলত তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন সামনে আসে।