Image description

দ্রুত ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নের বিধিমালা প্রণয়ন, পদমর্যাদা বৃদ্ধি এবং নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগসহ ১০ দফা দাবি জানিয়েছেন উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের দপ্তরের সামনে অবস্থান নিয়ে তারা এই দাবি পেশ করেন। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি গ্রহণকালে সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "আমরা একটি ভালো নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের দাবি ও প্রয়োজনীয় বিষয়গুলো সিইসিকে জানানো হবে।"

কর্মকর্তাদের উল্লেখযোগ্য ১০ দাবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে ‘সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ এই দাবিগুলো উত্থাপন করে। তাদের মূল দাবিগুলো হলো—

১. সার্ভিস বিধিমালা: দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট প্রকাশ করা।
২. পদমর্যাদা বৃদ্ধি: প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে ‘উপজেলা নির্বাচন অফিসার’ পদটি ৬ষ্ঠ গ্রেডে এবং ‘সহকারী উপজেলা নির্বাচন অফিসার’ পদটি এন্ট্রি পদ হিসেবে ৯ম গ্রেডে উন্নীত করা।
৩. ক্ষমতায়ন: নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার পদে পদায়ন করা।
৪. লজিস্টিক সাপোর্ট: উপজেলা নির্বাচন অফিসারদের জন্য ডাবল-কেবিন পিকআপ এবং সহকারীদের জন্য মোটরসাইকেল সরবরাহ করা।
৫. পদোন্নতি: উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতির হার বাড়ানো ও পদ সংরক্ষণ।
৬. অন্যান্য: ২০২৩ সালের এনআইডি আইন বাতিল, ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্ব খাতে স্থানান্তর, মাঠ পর্যায়ের দপ্তরে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কাজের জন্য সরাসরি বাজেট বরাদ্দ।