Image description

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক চিঠিতে তিনি এই শোক জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট সুবিয়ান্তোকে লেখা চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, "ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বন্যার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্যোগে বহু মূল্যবান প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।"

তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার ও দেশটির বন্ধুপ্রতীম জনগণের জন্য বাংলাদেশের মানুষের প্রার্থনা রয়েছে।

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন ড. ইউনূস।