Image description

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে আজ রোববার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। এই বৈঠকে জাতীয় নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতিও পর্যালোচনা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে দশটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সভায় সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়সীমাও চূড়ান্ত হবে এতে।

এ ছাড়া তফসিলসহ মোট ১০টি বিষয় রয়েছে সভার আলোচ্যসূচিতে। এর মধ্যে রয়েছে তফসিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা। মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়ও আলোচনা হবে।

ইতিমধ্যে ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন-শৃঙ্খলা সভা ও আন্ত-মন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে আগামী ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসির সদস্যরা।

সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এটি একধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়। সেই হিসাবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজকের বৈঠকে তফসিল ঘোষণার তারিখ ঠিক করা হতে পারে।

এদিকে, তফসিল ঘোষণার আগেই ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন এবং এসপি, ওসিসহ পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, রবিবারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।