Image description

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশন ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা করে না, বরং অভিযোগের বস্তুনিষ্ঠতা ও প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।

অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ শেষে ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ সপরিবারে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটের একটি তিন তলা ডুপ্লেক্স বাড়িতে ওঠেন। এই বাসভবন ও এর আশপাশের এলাকা সাজাতে গিয়ে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন।

দুদক সূত্রে জানা যায়, বাড়ির দুই পাশের রাস্তায় হাঁটার পথ আটকে ব্যক্তিগত কাজে ব্যবহার, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট বসানোর মতো বিলাসী আয়োজনে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা খরচ করা হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতেই মাঠে নেমেছে সংস্থাটি।