Image description

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন।

রোববার  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫১৬ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন।

নতুন এই ২ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আরও বাড়ল। পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যাও কিছুটা বেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়লেও ডেঙ্গুর সংক্রমণ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই সবাইকে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।