চোখেমুখে তার অভিনয়। বডি ল্যাংগুয়েজও সেটা বলে। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে চরিত্রই করেন, সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে। তিনি মুশফিক আর ফারহান।
নতুন নতুন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারহান। গেল বছর বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ ভিউ নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন এই অভিনেতা।
এদিকে, নতুন বছর নিয়ে সবাই পরিকল্পনা সাজিয়েছেন। অভিনেতা মুশফিক আর ফারহানও আছেন সে তালিকায়। তবে তার ভাবনাটা একটু আলাদা। নতুন বছর মাকে নিয়ে হজে যেতে চান এ অভিনেতা।
সংবাদমাধ্যমকে মুশফিক আর ফারহান বলেন, মাকে নিয়ে হজে যেতে চাই। এ বছর এটাই আমার মূল চাওয়া। জানি না, আল্লাহ সেই সুযোগ দেন কি না। মায়ের সুস্থতার দিকটাও দেখতে হচ্ছে। আর হজ তো অল্প কয়েক দিনের কাজ না, লম্বা একটা সফর। সব মিলিয়ে সম্ভব হবে কি না, আল্লাহ জানেন। তবে হজ না হলেও অন্তত ওমরা করতে চাই। মাকে কাবাঘরের সামনে নিয়ে দাঁড় করাতে চাই, দ্যাটস ইট।
তিনি আরও বলেন, অভিনয়ের জায়গা থেকে নির্দিষ্ট কিছু আসলে বলার নেই। সিনেমা করব কি না, ওটিটিতে যাব কি না কিংবা নাটক করব কি না, আমি কিছু জানি না। অনেক প্রস্তাব আছে, কোনটা করব, সেটা সময়ই বলে দেবে। এটুকু বলতে পারি, দর্শককে ভালো কিছু কাজ দেব।
মানবকণ্ঠ/এসআরএস
Comments