কয়েকদিন আগে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পিঠে ছুরির আড়াই ইঞ্চি ফলা নিয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান তিনি।
সেখানে প্রায় ৫ দিনের চিকিৎসার পর মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে ফিরলেন দ্বিগুণ বিক্রমে। পরনে সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে বাড়ির দিকে রওনা হলেন অভিনেতা। হাসিমুখে হাত নাড়লেন সাংবাদিকদের উদ্দেশে।
মঙ্গলবার দুপুর দুইটার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা।
গাড়িতে চালকের পাশের আসনে বসেন সাইফ। অভিনেতাকে ধরতে তার পেছনে ছুঁটে যান সাংবাদিকেরা। গতি বাড়িয়ে বেরিয়ে যায় অভিনেতার গাড়ি। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে, যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তার গাড়ি গিয়ে ঢোকে সৎগুরু শরণেই। সেই ফ্ল্যাটেই যেখানে তার ওপর হামলা হয়েছিল।
ততক্ষণে বাড়ির সামনে ভিড় করেছে পুলিশ। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে নমস্কার জানান। বুড়ো আঙুল তুলে স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ।
এদিন সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কপূর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন। গাড়িতে ভেতরে অভিনেত্রীকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় খুবই বিরক্ত ছিলেন তিনি।
এর আগে চিকিৎসকেরা বলেছিলেন, আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।
Comments