Image description

গত এক বছর ধরে বচ্চন পরিবারকে নিয়ে দর্শক মহলে কৌতূহল বেড়েই চলছে। একই সাথে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এরই মধ্যে অমিতাভ বচ্চনের এক পুরোনো পোস্ট নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। কারণ, সেই পোস্টে ঐশ্বরিয়ার প্রসব বেদনা প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।

পোস্টটি ভাইরাল হওয়াতে বিতর্ক শুরু হয়েছে অমিতাভকে নিয়ে। পুত্রবধূকে নিয়ে কি এমন লিখেছিলেন বলিউড শাহেনশাহ, যা নিয়ে এত আলোচনা!

সিজার নয়, স্বাভাবিক প্রসবেই মা হয়েছিলেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের ইচ্ছেতেই সি-সেকশনে রাজি ছিলেন না তিনি। 

সেই প্রসঙ্গই উল্লেখ করে অমিতাভ লেখেন, ‘ঐশ্বরিয়ার নরমাল ডেলিভারি হয়েছিল। উঠেছিল প্রসব বেদনা। প্রায় দুই তিন ঘণ্টা ধরে চলেছিল সেই ব্যথা। ও সহ্য করেছিল। সি-সেকশন করেনি তা সত্ত্বেও। কোনো পেইন কিলারও নেয়নি।’

এর পরেই নেটিজেনদের একটি বড় অংশের অভিমত, সি-সেকশন অর্থাৎ সিজারিয়ান উপায়ে সন্তান হওয়াকে লঘু করে দেখছেন অমিতাভ। মন্তব্য ঘরে নিজেকে চিকিৎসক বলে দাবি করা এক ব্যক্তি লেখেন, ‘নরমাল ডেলিভারি বলে আদতে কিছু হয় না। হয় ভ্যাজাইনাল অথবা সিজারিয়ান। এর বাইরে কিচ্ছু নেই। দুটি ক্ষেত্রেই তা অসম্ভব বেদনাদায়ক।’ 

আরেকজন লেখেন, ‘সি-সেকশন সহজ ব্যাপার নয়। প্রতিটা স্তর কেটে সন্তানকে আনতে হয়। হাঁটাচলা করা সহজ হয় না।’

যদিও এই বিতর্ক প্রসঙ্গে অমিতাভকে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। ছেলের ঘরে একমাত্র নাতনি আরাধ্যা। তার সঙ্গে অমিতাভের সম্পর্ক বেশ মধুর।