
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় অনুদান দিলেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কিম গো-ইউন। বুধবার (২ এপ্রিল) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস এই ঘোষণা দিয়েছে।
কোরিয়ান গণমাধ্যম জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের শিশু এবং অন্যান্য ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অভিনেত্রী ৫০ মিলিয়ন ওন (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন।
এই তহবিল মধ্য ও উত্তর মিয়ানমারের জরুরি ত্রাণ কার্যক্রমে আহত শিশুদের জন্য খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ এবং মনোসামাজিক সহায়তা কর্মসূচির (পিএসএস) ক্ষেত্রে ব্যয় হবে।
একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে ভূমিকম্প-এই অবস্থায় মিয়ানমারে মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার (২৮ মার্চ) আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে চলছে উদ্ধারকাজ। ছবি: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস মিয়ানমার (আইএফআরসি)
ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে চলছে উদ্ধারকাজ। ছবি: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস মিয়ানমার (আইএফআরসি)
গুড নেইবারস’র বরাতে গো-ইউন বলেন, ‘অপ্রত্যাশিতভাবে মানুষের ঘরবাড়ি এবং প্রিয়জন হারানোর কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে।’
তিনি আরও বলেন, ‘আশা করি এই সমর্থন শোকাহতদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।’
কিম গো-ইউনের জনহিতকর কাজের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২০ সালে কোভিড মহামারি চলাকালে তিনি ১০০ মিলিয়ন ওন অনুদান দেন। এ ছাড়া ২০২৩ সালে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প দুর্গতদের জন্য ৩০ মিলিয়ন ওন সহায়তা দিয়েছেন। নিজ দেশে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১২ সালে রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আ মিউজ’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কিম গো-ইউন। এতে ইউন-জিও ভূমিকায় নবাগত অভিনেত্রী হিসেবে খ্যাতি কুড়িয়ে নেন তিনি। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি।
Comments