রাজধানীর খিলক্ষেতের বরুয়া এলাকায় জমির দখল নিয়ে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
বুধবার (২২ জানুয়ারি) নির্ভরযোগ্য কয়েকটি সূত্র এ আশঙ্কার কথা জানিয়েছেন।
তাদের আশঙ্কা, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকা সংলগ্ন স্বদেশ প্রপার্টিজের গেটে কাইয়ূমের সন্ত্রাসী বাহিনীর সাথে এলাকাবাসীর পুরনো ধাওয়া-পাল্টাধাওয়ার জের ধরে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, এ পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় রক্তপাতের মতো ঘটনাও ঘটে যেতে পারে।
মানবকণ্ঠ/এসআরএস
Comments