Image description

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে উদ্দেশ্য করে জুতা ও ডিম ছুঁড়ি হয়।  রোববার (৮ ডিসেম্বর) গাজীপুর আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।

এ সময় কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবী ও সাধারণ জনতা। পরে তার গাড়িতে ঝাড়ু মারা হলে দ্রুত প্রিজন ভ্যানটি আদালত এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণকে আদালতে আনার সময় তার প্রিজনভ্যানটিতে বিক্ষুব্ধ জনতা ঝাড়ুপেটা করে।  এ সময় অনেকে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে। তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। নিরাপত্তাজনিত কারণে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়। 

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ওসি আহসানুল্লাহ চৌধুরী জানান, আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় নয়টি হত্যা মামলা রয়েছে। ওসব মামলায় আজ সকালে তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় আদালতের বাহিরে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় কিছুটা হট্টগোল হয়েছে। 

প্রসঙ্গত, গ্রেপ্তার কিরণের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে।

মানবকণ্ঠ/এসআর