Image description

বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শেখ হাসিনার দেশ ফিরে আসার পায়তারাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

এ সময় ফখরুল বলেন, ইদানিং রাজনীতি দেখে মনে হচ্ছে কেউ কেউ নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলতে চায়। 

তিনি বলেন, একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’; এটা মারাত্মক অভিযোগ। এ ধরণের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এসব মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ৭১ এর মূল ইতিহাস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র বার বার হয়েছে, এখনও থেমে নেই। আওয়ামী লীগ গেলো ১৫ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। আর যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে অবস্থান করে দেশের রাজনীতিতে ফিরে আসার জন্য লন্ডনে মিটিং করেছে। তাদের প্রতিহত করতে হলে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিপ্লবের বিপক্ষে নানা অপপ্রচার করছে। তাদের মোকাবেলা করতে হলে মেধার চর্চা বাড়াতে হবে।

জ্ঞানভিত্তিক রাজনীতি না করলে টিকে থাকা কঠিন হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলে, তরুণদের দেখে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে। এখন কঠিন সময়। একটি পদক্ষেপ ভুল করলে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। 

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, হাফিজ উদ্দিন আহমদ, সালাহ উদ্দিন আহমেদ, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন বক্তৃতা করেন।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব পাকিস্তান যখন বিজয়ের দ্বারপ্রান্তে, যখন অপেক্ষা চলছিল নতুন দেশ সৃষ্টির বিজয় উল্লাসের, ঠিক তখনই জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের সূর্য সন্তানদের হত্যা করে পরাজিত পাক-হানাদার বাহিনী।

মানবকণ্ঠ/আরএইচটি