Image description

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন,  খালেদা জিয়ার বিরুদ্ধে যে-সব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিলো সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই।  শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন ।

অ্যাটর্নি জেনারেল  আরও বলেন,অর্ন্তভূক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়।  নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে পছন্দমতো ভোট দিতে পারলেই তা হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।  জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন।   

উল্লেখ্য দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ২০১৮ সালে সাজা দেওয়া হয়। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি। এর পর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করে মুক্তি দেন তাঁকে। তিনি এখন বাসাতেই আছেন। শিগগিরই চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।

মানবকণ্ঠ/এসআর