রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙতে বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে মাহমুদুর রহমান মান্না বরাত দিয়ে এমনটাই জানায় বিবিসি বাংলা।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার কথা উল্লেখ প্রতিবেদনে করে মাহমুদুর রহমান মান্না বলেন, এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এমসয় বুলডোজার কোথা থেকে এলো- এমন প্রশ্নও তুলেন তিনি ।
সরকারকে অবিলম্বে এই সকল কাজ থেকে সরে আসা উচিত বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত।
মানবকণ্ঠ/এসআর
Comments