
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১০ মার্চ) দুপুরে হাইকোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন। এসময় ধর্ষকদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সব ধরনের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। ফলে ছাত্র সমাজসহ দেশের মানুষ শঙ্কিত। ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে। দেশের মানুষ এটা মেনে নিতে পারছে না। কিন্তু, সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনরা ধর্ষণের বিচারের দাবিতে রাজ পথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছেন। ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। আমাদের বোনের ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার উল্লেখ করে বলেন, এ সরকার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার। বিগত সাড়ে ১৫ বছর নারী নিপীড়নের ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়নি। সে সময় বিচার হয়নি। বর্তমানে যাই ঘটছে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। বিগত দিনের ধারাবাহিকতায় ধর্ষণের হার ক্রমান্বয়ে বাড়ছে। সরকার কোনও কিছুই শক্তভাবে মোকাবিলা করতে পারছে না।
মানবন্ধনে আরও ছিলেন– কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান, সহসভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-সাধারণ সম্পাদক মাকসুদা মনি, জান্নাতুল নওরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রূপন্তী আক্তার রত্না, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র সহসভাপতি সৈয়দা ছুমাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সম্পাদক চমন ফারিয়া মেঘলা প্রমুখ।
Comments