Image description

দেশের আগামী দিনগুলো মোটেও সুখকর নয় বরং সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।

রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি গত এক বছরের বেশি সময় ধরে বলে আসছি—আমাদের সামনের সময়গুলো খুব ভালো নয়। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। যেকোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারলেই কেবল এসব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।’

দেশ গঠনে অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার আগে দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। এই দুই ক্ষেত্রে সফল না হলে কৃষি, স্বাস্থ্য বা নারী উন্নয়ন—কোনো পরিকল্পনাই কাজে আসবে না। তার দাবি, একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব।

রাজনীতির মাঠে ধর্মের অপব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে কেউ কেউ বেহেশতের টিকিট দেওয়ার আশ্বাস দেন। অথচ বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা এসব বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।’

স্বৈরাচারী শাসনামলে দেওয়া বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেভাবে লক্ষ লক্ষ মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল, আজ দেশ গড়ার কাজেও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।