চার দশকের পুরনো প্রকাশনা সংস্থা 'অবসর' এর স্বত্বাধিকারী সাংবাদিক আলমগীর রহমান মারা গেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌনে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতলে তিনি মারা যান।
প্রকাশকের ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন। আলমগীর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত ছিলেন আলমগীর রহমান। পরে ১৯৮৫ সালে অবসর প্রকাশনীর গড়ে তোলেন তিনি। শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপার ব্যাকে প্রকাশ করেন৷
অবসর থেকে প্রকাশ হয় হুমায়ূন আহমেদের উপন্যাস 'দেবী'। গত চার দশক ধরে এই প্রকাশনা সংস্থা থেকে সাহিত্যের নানা শাখার বই বের হয়েছে।
Comments