চট্টগ্রাম পলিটেকনিকে হলে ওঠা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত ৯
চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত নয় জন। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশপাশে পুলিশের সতর্ক অবস্থান ছিল।
এ ঘটনায় আহত নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা। তবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আবার শিবিরের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ বলছে, ছাত্রদলের নেতাকর্মীরা হলের কিছু আসন নিজেদের জন্য দাবি করে। কলেজ প্রশাসন এটি না দেওয়ায় বৈধভাবে হলে উঠতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে।
পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম জানান, সাধারণ ছাত্রদের ওপর শিবির হামলা করেছে। হলগুলো থাকার মতো পরিবেশ নেই। কলেজ প্রশাসন মনে হয় হল বন্ধ করে দেবে।
মহানগর উত্তর শিবিরের সভাপতি ফখরুল ইসলাম জানান, বৈধভাবে সাধারণ ছাত্ররা হলে উঠেছিল। ছাত্রদলের সাধারণ ছাত্রদের ওপর বহিরাগত এনে ছাত্রদল হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) ফয়সাল আহমেদ বলেন, হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে একটু সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments