Image description

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে হওয়া এই সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ফয়সাল (২৬) ও বোরহান উদ্দিন (২১) নামের দুই শিক্ষার্থী বেশি আঘাত পেয়েছেন। আহত ফয়সালকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। তাঁর মাথার খুলির হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আহত অন্য পাঁচজনের মধ্যে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (জেলা সদর হাসপাতাল) চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হলেও তাঁরা ভর্তি হননি।

পুলিশ জানায়, কমিটি গঠন নিয়ে তৌসিফ ও ফয়সালের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আজ বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা তাতে উপস্থিত হয়। সভার এক পর্যায়ে দুপক্ষ তর্কবিতর্ক ও হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে বোরহান ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন ভূইয়া বলেন, ‘আহত ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ফয়সালের অবস্থা গুরুতর। তাঁর মাথা, চোখ ও কপালে আঘাত লেগেছে। সিটিস্ক্যানে মাথার খুলির হাড় ভাঙা দেখা গেছে। সে কারণে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ২ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছিল। তারা হাসপাতালে ভর্তি হয়নি। অন্য ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।’

মানবকণ্ঠ/আরএইচটি