Image description

ময়মনসিংহের মুক্তাগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত কৃষকের নাম বেলায়েত হোসেন ওরফে বিল্লাল (৪৬)।

শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের বড় ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকুড়ি ভদ্রেরবাইদ গ্রামের মৃত অহেদ আলী মণ্ডলের ছেলে বেলায়েত হোসেন। বেলায়েত হোসেনেরা মোট সাত ভাই। ১২ শতক জমি নিয়ে অপর ছয় ভাইয়ের সঙ্গে দুই বছর ধরে বিরোধ চলছিল বেলায়েতের। বিরোধের জেরে ১৬ নভেম্বর পিটিয়ে আহত করা হয় বেলায়েতকে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গত বৃহস্পতিবার পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় আজ একটি মামলা করেছেন। এ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে নিহতের বড় ভাই মো. আবদুল মান্নান, তাঁর ছেলে হীরা মিয়া, পুত্রবধূ মৌসুমী বেগম ও ভাই দুলাল উদ্দিনের স্ত্রী মোর্শেদা আক্তারকে গ্রেপ্তার করে। তাঁরা সবাই মামলাটির এজাহারভুক্ত আসামি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ১২ শতক জমি নিয়ে ছয় ভাই একদিকে এবং নিহত ব্যক্তির অবস্থান ছিল অন্যদিকে। এ নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।