Image description

গাইবান্ধার সাঘাটায় বিএনপি-জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছে। আজ শনিার বেলা ১১ টার দিকে উপজেলার পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সাঘাটা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ইসলামি জলসাকে কেন্দ্র করে আজ বিএনপি-জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়  ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম জানান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,  বিএনপি-জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০/১২ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনআনুযায়ী পরর্বতী ব্যবস্থা নেয়া হবে।

মানবকণ্ঠ/এসআর