Image description

ঢাকার ধামরাইয়ে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ দিনের  রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‍্যাব-১। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে ধামরাই থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র গোলাম কবির আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এমনকি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি দুর্নীতির মামলাও রয়েছে বলে জানা যায়। 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোলাম কবির মোল্লার অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গতকাল বিকেলে র‍্যাব-১-এর একটি দল ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় তার মেয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় গোলাম কবিরকে। 

এ বিষয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, গোলাম কবিরকে গ্রেফতারের পর আজ সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালত তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এই মামলাই নয় সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি। সাদের নানা আজিম উদ্দিন বাদি হয়ে সাবেক এমপি বেনজীর আহমদ ও সাবেক মেয়র গোলাম কবিরসহ ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তবে এ হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

মানবকণ্ঠ/এসআর