Image description

মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ  আটক ৩১ জেলেকে মুক্তি দেয়া হয়েছে । কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তারা সকলেই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন । 

কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, গত ১৬ অক্টোবর আটককৃত ভারতীয় জেলেদের  দুদেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়। 

তিনি আরও জানান, মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরো ৬৪ ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচল উপযোগী করে আগামী দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত জেলেরা কোস্ট গার্ডের হেফাজতে থাকবে। 

এ সময় কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

এদিকে জানা গেছে, ভারতের জেলে হেফাজতে থাকা বাংলাদেশের ৯০ জন জেলে দীর্ঘদিন আটক রয়েছে। এই বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশি জেলেদেরকেও একই সময় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।।  জেলেদের মুক্তিতে ভারতীয় জেলে স্বজনরা অত্যন্ত আনন্দিত। 

মানবকণ্ঠ/এসআর