Image description

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি এলজি বন্ধুকসহ সালাহ উদ্দিন খাঁন নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।  এসময় স্থানীয় সন্ত্রাসীদের একটি টর্চার সেলেরও সন্ধান পায় তারা। বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃত যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। 

আটককৃত সালাহ উদ্দিন খাঁন উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়াতল এলাকার শাহজাহান খাঁনের ছেলে। 

সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প
এর একটি অভিযানিক দল রোববার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সালাহ উদ্দিন খাঁনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি বন্ধুক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি টর্চার সেলের সন্ধান পায় সেনাবাহিনী। দ্বিতল বিশিষ্ট ওই ভবনের একটি কক্ষ নির্যাতন সেল হিসেবে ব্যবহার করতো স্থানীয় সন্ত্রাসীরা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সালাহ উদ্দিন নামে এক যুবককে এলজি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/এসআর