মান্দায় হারিয়ে যাওয়া ঐতিহ্য 'ঘোড়দৌড়' প্রতিযোগিতা অনুষ্ঠিত
এক সময়ের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার মাঠে মাঠে আয়োজন করা হতো। কিন্তু আজকাল এই ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যাওয়ার পথে। তবে কিছু কিছু স্থানে এখনও এই ঐতিহ্যের স্পন্দন টিকে আছে। স্থানীয় মানুষের উদ্যোগে ঘোড়দৌড়ের আয়োজন করে তারা বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।
তেমন ই এক আয়োজন করা হয় বুধবার নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এই গ্রামের যুব সমাজের উদ্যোগে রোমাঞ্চকর এই প্রতিযোগিতা চলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৮টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের মন মাতিয়ে তোলে।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে হাজারও মানুষের ঢল নামে। গ্রামজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলা প্রেমীরা। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা। বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসে মেলায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম. এ. মতিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments