কুমিল্লার নাঙ্গলকোটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর একে খাঁন ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মামলার ১নং আসামি মো. বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬) ও তদন্তে সম্পৃক্ত আসামি মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল বলেন, চট্টগ্রাম নগরী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটককৃতদের জেলহাজতে প্রেরণ করেছি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যবহৃত আছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্থানে রাস্তা থেকে দুই তরুণী তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স'মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ১৪ জানুয়ারী এক তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মানবকণ্ঠ/এসআর
Comments