Image description

সাভারে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট হিসেবে পরিচিত জুবায়ের হোসেন জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জুবায়ের হোসেন জুয়েল বরগুনার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক সম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।‌ তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বৃহস্পতিবার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে জুবায়ের হোসেন জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত জুবায়ের হোসেন জুয়েলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/এসআর