Image description

পাবনায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাস পোড়ানোর অভিযোগ উঠেছে সাবেক এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাসমালিকের অভিযোগ, স্থানীয় একজন সাবেক যুবদল নেতা তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় তিনি বাসটি পুড়িয়ে দিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম ট্রাভেলস নামের বাসটির মালিকের নাম এনামুল হক। বাসটি ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকদের আনা–নেওয়ার কাজ করে। রাতে বাসটি মালিকের বাড়ির সামনে রাখা হয়। প্রতিদিনের মতো গতকাল রাতেও বাসটি বাড়ির সামনে ছিল। রাত সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এর মধ্যেই বাসটির ভেতরের অংশ আগুনে পুড়ে যায়।

বাসমালিক এনামুল হক অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস তাঁর কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দিয়ে চলে যান। এরপরই বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এনামুলের দাবি, যুবদল নেতা রানু বিশ্বাসই চাঁদা না পেয়ে বাসটিতে আগুন দিয়েছেন। এতে তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এই ঘটনার বিচার চান।

অভিযোগের বিষয়ে জানতে সাবেক যুবদল নেতা রানু বিশ্বাসের মুঠোফোন নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
 
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তিনি আত্মগোপনে আছেন। রানু বিশ্বাস যুবদলের সাবেক নেতা হলেও তিনি রাজনীতিতে সক্রিয়।

জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। যুবদল কোনো অবস্থাতেই এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আছে, যাঁরা দলবিরোধী ও দেশবিরোধী কর্মকাণ্ড করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমরা বিষয়টি তদন্ত করে খুব দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেব।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, বাসটিকে পেট্রল ঢেলে এমনভাবে পোড়ানো হয়েছে, এটা বলার ভাষা নেই। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।চ

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন তিনি। কে বা কারা রাতে বাসটিতে আগুন দিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসমালিককে থানায় একটি লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/এসআর