Image description

চট্টগ্রামের ফটিকছড়ির একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার(৫ ফেব্রুয়ারি )ভোরে উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।  

স্থানীয়রা জানায়, বুধবার সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। ব্যর্থ হয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, ভোরে কাজিরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই প্রায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।  প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 

মানবকণ্ঠ/এসআর