Image description

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রাঘাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় জমজ ভাই জাকির হোসেনকে (২৪) চিকিৎসার জন্য জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলের আকস্মিক ঝরে ফসলের মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন তিনি। 

নিহত জাহিদ হাসান তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন অটোচালক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আনুমানিক ৬:১০ থেকে ৬:২৫ এর মধ্যে তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। এ সময় হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন। পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/এসআর