
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের চাপে অতিষ্ঠ হয়ে টিটু সূত্রধর (৩৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছে। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রহমতের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী টিটু ঐ এলাকার স্বপন সূত্রধরের ছেলে। তার পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটুর একটি মুদিদোকান রয়েছে। দোকানে বাকিতে মালপত্র বিক্রি করা ও সেই টাকা ওঠাতে না পারায় অভাব-অনাটনে পড়েন। বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নিয়ে দোকানে মালামাল তোলেন তিনি। কিন্তু সে মালামালও বাকিতে বিক্রি করতে হয় তাঁকে। একদিকে বকেয়া টাকা আদায় না হওয়া, অন্যদিকে ঋণের টাকার জন্য পাওনাদারের অব্যাহত চাপে মানসিকভাবে ভেঙে পড়েন টিটু। গতকাল বিকেলে পাওনাদার এসে ঋণের টাকার জন্য চাপ দেন এবং রাতের মধ্যে পরিশোধ করতে না পারলে মামলা করারও হুমকি দেন। পাওনাদার চলে যাওয়ার পর টিটু গতকাল সন্ধ্যায় নিজ দোকানে বিষ পান করেন। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, বাাঁশবাড়িয়া এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। থানায় এই বিষয়ে অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments