
নওগাঁর মান্দায় ধান ক্ষেতে থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের কশব মধ্যপাড়া ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মো. আব্দুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি গত (২৮ মার্চ) শুক্রবার পাওনা টাকা নেওয়ার জন্য পাঁজরভাঙ্গা হতে ভোলাগাড়ির উদ্দেশ্যে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ ব্যক্তিরই কিনা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে মান্দা থানার তদন্ত (ওসি) আব্দুল গণি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার কোন নাম পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণের
প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Comments