Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহৃত দিঘী মনি নামের এক আট মাসের শিশুকে রংপুর থেকে উদ্ধার ও দুজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার চরখাদুলী গ্রামের মৃত গোলদার হোসেনের ছেলে কালাম শেখকে (৪০) ও একই থানার কুড়িগাঁতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)। 

অপহৃত দিঘী মনি সিরাজগঞ্জ সদর উপজেলার গয়লা গ্রামের বাপ্পী মন্ডল ও মরিয়ম দম্পত্তির মেয়ে।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গত ৩০ মার্চ দুপুর ১ টার দিকে উপজেলার রনতিথা গ্রামের বাদশা মিয়ার ভাড়াটিয়া বাসার এক গৃহবধূকে ঘোল পানের মাধ্যমে অচেতন করে এই অপহরণের ঘটনা ঘটে। পরের দিন শিশুটির মা মরিয়ম খাতুন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে অপহরণকারী কালাম শেখকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালাম শেখ জানান, শিশুটি অপহরণ করে ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন। তার ওই জবানবন্দির প্রেক্ষিতে হারুন অর রশিদকে গ্রেফতার ও যশোর জেলার কোতয়ালী থানার তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও শিশুটিকে তার পরিবারের হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।